তাওহীদ কাকে বলে?

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান >   ঈমান ও আক্বীদা >   ঈমান ও আক্বীদা  

Short Question

383


Answer:

উত্তরঃ তাওহীদ অর্থ একত্ববাদ। পরিভাষায়ঃ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক নির্দিষ্ট করার নাম তাওহীদ।

আভিধানিক অর্থ :

একক করা।

উদাহরণঃ

যখন বলবে, ‘মুহাম্মাদ ছাড়া কেউ ঘর থেকে বের হবে না।” I তখন তুমি মুহাম্মাদকে ঘর থেকে বের হওয়ার ব্যাপারে 'একক' করবে। যখন বলবে, 'খালেদ ছাড়া মজলিস থেকে কেউ উঠবে না।” তখন তুমি খালেদকে মজলিস থেকে উঠার ব্যাপারে ‘একক’ করবে। (তার মানে মুহাম্মাদ ও খালেদের সাথে অন্য কেউ শরীক হবে না।)

শরয়ী অর্থ:

আল্লাহ তাআলাকে তাঁর

১। রুবূবিয়াত

২। উলূহিয়াত ও

৩। আসমা অসস্মিফাতে একক বলে জানা।

More Details




Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.