নবী (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) কি হাযের- নাযের (অর্থাৎ সবখানে তিনি উপস্থিত হতে পারেন, এরূপ বিশ্বাস করা কি ?

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান >   ঈমান ও আক্বীদা >   নবী (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম)  

Short Question

179


Answer:

উত্তরঃ না, তিনি হাযের-নাযের নন। এরূপ বিশ্বাস করা কুফরী।




Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.