Vehicle License Test

Social Science > Vehicle License Test

পশ্চিমবঙ্গ ড্রাইভিং পরীক্ষা, ড্রাইভিং পরীক্ষার জন্য প্রস্তুতি, মক পরীক্ষা. Prepare for your vehicle license test in West Bengal with our comprehensive practice materials and expert guidance. Access mock tests, study guides, and valuable tips to boost your confidence for the driving exam. Get ready for a safe and successful driving journey in West Bengal with our reliable test preparation assistance. ➲ Vehicle License Test - Quiz


  • A যখন, এই অতিক্রম করা (ওভারটেক করা) অন্য যান বাহনের পক্ষে অসুবিধা বা বিপদজনক
  • B যখন সামনের গাড়ী গতি কমাচ্ছে
  • C রাত্রে
  • A বাঁ দিকে ঘোরা যেতে পারে
  • B বাধ্যতামূলক ভাবে সামনে এগোতে হবে বা বাঁদিকে ঘুরতে হবে
  • C পাশের রাস্তা বাঁ দিকে
  • A গাড়ীর গিয়ার পরিবর্তন করে, গাড়ীর গতি কমাতে হবে
  • B গাড়ীর ব্রেক কষতে হবে
  • C একই গতিতে গাড়ী নিয়ে এগোতে হবে
  • A নিয়ন্ত্রনের বাধা নিষেধ শেষ
  • B প্রবেশ নিষিদ্ধ
  • C পিছন দিক দিয়ে গাড়ী চালিয়ে অতিক্রম করা (ওভারটেক করা)যাবে না
  • A উচিত
  • B অনুচিত
  • C গাড়ী দাঁড় করানো (পার্ক করা) নিষেধ, এমন চিন্হ না থাকলে, উচিত হবে
  • A রাস্তা পার হন
  • B প্রবেশ নিষিদ্ধ
  • C হাসপাতাল
  • A গাড়ী সতর্ক ভাবে চালানো যেতে পারে
  • B গাড়ী চালানো বন্ধ করতে হবে
  • C গাড়ী চালানো আস্তে করতে হবে
  • A ডানদিক থেকে প্রবেশ নিষিদ্ধ
  • B বাঁদিক থেকে প্রবেশ নিষিদ্ধ
  • C সামনের গাড়ীকে অতিক্রম করা নিষেধ
  • A যদি সামনের দিক থেকে কোনো গাড়ী না থাকে, তবে রাস্তা করে দিন
  • B কোনো অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন নেই
  • C চালককে নিজের গাড়ীটিকে রাস্তার পাশে নিয়ে পিয়ে, এম্বুলেন্সের জন্য রাস্তা করে দিতে হবে
  • A কাছে রেল স্টেশন
  • B বেড়া ছাড়া লেভেল ক্রসিং
  • C বেড়া দেওয়া লেভেল ক্রসিং
  • A গাড়ী থামানোর জন্য
  • B পদচারীদের রাস্তা পারাপারের করার জন্য নির্দিষ্ট জায়গা
  • C চলন্ত গাড়ীকে অগ্রাধিকারের জন্য
  • A সামনে সংকীর্ণ রাস্তা
  • B সামনে সংকীর্ণ সেতু
  • C সামনে, উভয় দিকেই রাস্তা
  • A রাত্রে
  • B যখন কুয়াশা থাকবে
  • C যথন উল্টোদিকের থেকে আসা গাড়ীতে ডিপার আলো ব্যবহার করছে না
  • A রাস্তা বন্ধ
  • B গাড়ী পার্ক করা নিষিদ্ধ
  • C পূর্ব নির্ধারিত গতিবেগের শেষ সীমা
  • A গাড়ীটিকে তালাবন্ধ করে রাখতে হবে
  • B গাড়ী চালানোর উপযুক্ত লাইসেন্স আছে, এমন ব্যক্তিকে, চালকের আসনে থাকতে হবে
  • C গাড়ী দাঁড়িয়ে থাকাকালীন আলো (পার্কিং লাইট) জ্বালিয়ে রাখতে হবে
  • A প্রাথমিক চিকিত্সা কেন্দ্র
  • B বিশ্রামস্থল
  • C হাসপাতাল
  • A রাস্তার ডানদিক বরাবর
  • B রাস্তার বাঁ দিক বরাবর
  • C রাস্তার মাঝ বরাবর
  • A প্রাথমিক চিকিত্সা কেন্দ্র
  • B বিশ্রামস্থল
  • C হাসপাতাল
  • A পাহাড় থেকে নামার সময়
  • B যদি রাস্তাটি যথেষ্ট চওড়া থাকে
  • C যখন সামনের গাড়ীর চালক, পিছনের গাড়ীটিকে অতিক্রম করার সংকেত দেখাচ্ছেন
  • D
  • A প্রাথমিক চিকিত্সা কেন্দ্র
  • B বিশ্রামস্থল
  • C হাসপাতাল
  • A আপনার ডান দিক দিয়ে
  • B আপনার বাঁ দিক দিয়ে
  • C যে দিকটা সুবিধাজনক হবে, সেই দিক দিয়ে
  • A সামনে উভয় দিকেই রাস্তা
  • B সামনে সংকীর্ণ সেতু
  • C সামনে সংকীর্ণ রাস্তা
  • A পুলিশের গাড়ী
  • B আপদকালীন সংকেত যুক্ত গাড়ী
  • C দ্রুত, অতিদ্রুত গামী বাস
  • A হর্ন বাজানো নিষিদ্ধ
  • B বাধ্যতামূলক ভাবে হর্ন বাজাতে হবে
  • C হর্ন বাজানো যেতে পারে
  • D
  • A রাস্তায় বাঁ দিক দিয়ে হাটবেন
  • B রাস্তায় ডান দিক দিয়ে হাটবেন
  • C রাস্তার যেকোনো দিক দিয়েই হাটতে পারেন
  • A U-টার্ণ নিষিদ্ধ
  • B ডান দিকে ঘোরানো নিষিদ্ধ
  • C বাঁ দিক দিয়ে সামনের গাড়ীকে অতিক্রম করা নিষিদ্ধ
  • D বাঁ দিকে গাড়ী রাখুন
  • A যতদিন পর্যন্ত গাড়ী চালানোর লাইসেন্স হাতে না পাওয়া যাবে
  • B ৬ মাস
  • C ৩০ দিন
  • D ৬৩ দিন
  • A ডান দিক বজায় রেখে চলুন
  • B ডান দিকে গাড়ী পার্ক করা অনুমোদিত
  • C বাধ্যতামূলক ভাবে ডান দিকে ঘুরতে হবে
  • D U-টার্ন নিষিদ্ধ
  • A টায়ারের আকার দেখে
  • B গাড়ীটির রং দেখে
  • C গাড়ীটির নাম্বার প্লেট দেখে
  • D টায়ারের নাম্বার দেখে
  • A পদচারীদের রাস্তা পার হবার জায়গা
  • B পদচারীদের রাস্তা পার হবার জায়গা নিষিদ্ধ
  • C পদচারীর চলাচল নিষিদ্ধ
  • D ডান দিকে ঘোরা নিষিদ্ধ
  • A গাড়ীটিকে রাস্তার বাঁ দিকে দাঁড় করাবেন, তারপর গাড়ী থেকে নেমে রেললাইনের কাছে যাবেন এবং নিশ্চিত হবেন, রেললাইনের কোনো দিক থেকেই কোনো ট্রেন বা ট্রলি আসছে কি না
  • B হর্ন বাজিয়ে, যত দ্রুত সম্ভব রেললাইনের রাস্তা পার হতে হবে
  • C ট্রেন চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে
  • D যত দ্রুত সম্ভব রেললাইনের রাস্তা পার হতে হবে
  • A ডান দিকে ঘোরা নিষিদ্ধ
  • B ডান দিকে তীক্ষ্ণ বাঁক
  • C U-টার্ন নিষিদ্ধ
  • D বাঁ দিকে গাড়ী রাখুন
  • A ঐ গাড়ীটির ডানদিকে দিয়ে
  • B ঐ গাড়ীটির বাঁ দিকে দিয়ে
  • C যদি রাস্তা চওড়া থাকে, তবে বাঁ দিকে দিয়ে
  • D বাঁ দিকে দিয়ে
  • A প্রবেশ নিষিদ্ধ
  • B একমুখী রাস্তা
  • C নির্ধারিত গতিবেগের শেষ সীমা
  • D বাঁ দিকে কোনো রাস্তা নেই
  • A গাড়ী পার্কিং নিষিদ্ধ
  • B সামনের গাড়ীকে অতিক্রম করা (ওভারটেক) নিষিদ্ধ
  • C রিভার্স বা ব্যাক গিয়ারে গাড়ী চালানো যাবে না
  • D গাড়ী চালানো যাবে না
  • A গাড়ীটি সব থেকে কাছের খানায় নিয়ে গিয়ে দুর্ঘটনাটি জানান
  • B গাড়ীটি চালান বন্ধ রাখুন এবং খানায় জানান
  • C আহত মানুষটির চিকিতসার জন্য সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং ২৪ ঘন্টার মধ্যে সবচেয়ে কাছের থানায় জানান
  • D খানায় জানান
  • A রাস্তা দিন
  • B সামনে হাসপাতাল
  • C ট্রাফিক আইল্যান্ড সামনে
  • D বাঁ দিকে গাড়ী রাখুন
  • A বাঁ দিকে গাড়ী রাখুন
  • B বাঁ দিকে কোনো রাস্তা নেই
  • C বাধ্যতামূলক ভাবে গাড়ী বাঁ দিকে ঘোরান
  • D খামুন
  • A গাড়ীর গতি বাড়ান এবং যত দ্রুত সম্ভব সেতু পার হওয়ার চেষ্টা করুন
  • B গাড়ীর হেড লাইট জ্বালান এবং সেতু পার যান
  • C অন্য গাড়ীটি সেতু পার হয়ে আসা অবধি অপেক্ষা করুন এবং তারপরে এগোন
  • D দ্রুত সম্ভব সেতু পার হওয়ার চেষ্টা করুন
  • A খামুন
  • B গাড়ী পার্ক করে রাখা যাবে না
  • C সামনে হাসপাতাল
  • D গাড়ী পার্ক করে রাখা যাবে
  • A হর্ন বাজান এবং এগিয়ে চলুন
  • B গাড়ীর গতি কমান, হর্ন বাজান এবং পার হয়ে যান
  • C গাড়ী থামান, পদচারীরা রাস্তা পার হওয়া অবধি অপেক্ষা করুন এবংতারপরে এগোন
  • D হর্ন বাজান এবংতারপরে এগোন