হযরত আদম (আলাইহিস সালাম)

Religion > The story of the prophets

হযরত আদম (আলাইহিস সালাম) ➲ হযরত আদম (আলাইহিস সালাম) - Quiz


  • A হযরত আদম (আলাইহিস সালাম)
  • B হযরত নূহ (আলাইহিস সালাম)
  • C হযরত ইদরীস (আলাইহিস সালাম)
  • D হযরত হূদ (আলাইহিস সালাম)
  • A নিজ দু’হাত দ্বারা
  • B জ্বিন দ্বারা
  • C ফেরেশতাদের সাহায্যে সৃষ্টি করেছেন
  • D মানুষ দ্বারা
  • A নিজ দু’হাত দ্বারা সরাসরি সৃষ্টি করেছেন, মাটি থেকে সৃষ্টি করেছেন।
  • B পানি থেকে সৃষ্টি করেছেন।
  • C আগুন থেকে সৃষ্টি করেছেন।
  • D আদম (আলাইহিস সালাম) আল্লাহর সৃষ্টি করা একটি জ্বিন থেকে জন্ম নিয়েছেন।
  • A মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল।
  • B পানির থেকে সৃষ্টি করা হয়েছিল।
  • C আগুন থেকে সৃষ্টি করা হয়েছিল।
  • D হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছিল।
  • A বিশ্বের শাসক।
  • B বিশ্বের খেলাফত পরিচালনার দায়িত্ব।
  • C বিশ্বের সব বিষয়ের জ্ঞান ও যোগ্যতা।
  • D সবগুলোই।
  • A সকল বিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেছিলেন।
  • B শুধুমাত্র ধর্মীয় বিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেছিলেন।
  • C শুধুমাত্র জ্ঞান দান করেছিলেন।
  • D শুধুমাত্র যোগ্যতা দান করেছিলেন।
  • A মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য।
  • B আদম (আঃ)-কে বিশ্বের শাসক হিসেবে অভিষিক্ত করার জন্য।
  • C আদম (আঃ)-কে পরীক্ষা করার জন্য।
  • D জিন-ফিরিশতাদেরকে আদম (আঃ)-এর প্রতি আনুগত্য প্রকাশ করার জন্য।
  • A আল্লাহ পাক।
  • B আদম (আঃ)।
  • C জিন-ফিরিশতারা নিজেদের থেকেই।
  • D শয়তান।
  • A ইবলিস
  • B ফিরিশতারা
  • C জিনরা
  • D সবাই
  • A আদমের উচ্চ মর্যাদা দেখে তিনি ঈর্ষাকাতর হয়ে পড়েছিলেন।
  • B তিনি মনে করতেন যে তিনি আদম থেকে শ্রেষ্ঠতর।
  • C তিনি আগুন থেকে সৃষ্টি হয়েছেন, কিন্তু আদম মাটি থেকে সৃষ্টি হয়েছেন।
  • D সবগুলোই সঠিক।
  • A আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিতেন না।
  • B ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হত।
  • C ইবলিস আল্লাহর আদেশ অমান্য করত না।
  • D ইবলিস আদমকে সিজদা করত।
  • A পরীক্ষা স্বরূপ
  • B সাহায্যকারী হিসেবে
  • C জিনদের সরদার হিসেবে
  • D আদমকে সিজদা করার জন্য
  • A মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুৎ করা এবং তাকে ধোঁকা দেওয়া।
  • B মানুষকে সাহায্য করা।
  • C আল্লাহর ইবাদত করা।
  • D মানুষকে সঠিক পথে পরিচালিত করা।
  • A নবী-রাসূল ও কিতাব পাঠিয়েছেন।
  • B মানুষকে বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে ফেলেছেন।
  • C মানুষকে স্বাধীনভাবে চলার অনুমতি দিয়েছেন।
  • D মানুষকে জান্নাত ও জাহান্নামের মধ্যে বেছে নিতে বলেছেন।
  • A এক লক্ষ চবিবশ হাজার
  • B তিনশত পনেরো জন
  • C দুইশত পঞ্চচল্লিশ জন
  • D পঁচিশ জন
  • A প্রতিনিধি
  • B উত্তরাধিকারী
  • C স্থলাভিষিক্ত
  • D শাসক
  • A আল্লাহ তাকে নিজ দু’হাতে সৃষ্টি করেছেন
  • B আল্লাহ নিজে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন
  • C আল্লাহ তাকে সকল বস্ত্তর নাম শিক্ষা দিয়েছেন
  • D সবগুলি