জীবদেহের গঠন Questions and Answers

Read tutorials from জীবদেহের গঠন


Question List:

1. কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোশ পর্যবেক্ষণ করেন?

2. খালি চোখে দেখা যায় এমন একটি প্রাণী কোশের নাম লেখো?

3. ক্লোরোফিল যুক্ত একটি এককোশী জীবের নাম লেখো?

4. প্রাণী দেহের চামড়ার নিচে আংটির মতো দেখতে কোন কোশ থাকে?

5. রেটিনায় অবস্থিত কোন প্রকার কোশ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম?

6. রেটিনায় অবস্থিত কোন প্রকার কোশ মৃদু আলো শোষণের সক্ষম?

7. কোন শৈবালের দেহ আয়তাকার কোশ দ্বারা গঠিত?

8. জীবাণু কে মেরে ফেলার জন্য মানুষের রক্তে কোন কোশ থাকে?

9. পেশিকোশের আবরণকে কি বলা হয়?

10. কোশের কার কোন এককে মাপা হয়?

11. মানবদেহের দীর্ঘতম কোশটির নাম কি?

12. গমন কাকে বলে?

13. এমন একটি উদ্ভিদের নাম কর যে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয়?

14. জনন কাকে বলে?

15. কলা কাকে বলে?

16. ভাইরাস কে দেখার জন্য কোন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়?

17. পরিবর্তনশীল পরিবেশের কোন জীবের বেঁচে থাকার সম্ভাবনা বেশি হয়?

18. শ্বাসবায়ুর আদান-প্রদান ও শক্তি উৎপাদন পদ্ধতিকে কি বলা হয়?

19. উদ্ভিদের কোন কলা বিভাজনে অক্ষম?

20. প্রাণী দেহের কোন কলা ভার বহন করে থাকে?

21. প্রাণীদের গমন এ সাহায্য করে কোন কলা?

22. প্লাজমাপর্দায় সবথেকে বেশি কি থাকে?

23. অক্সিজোম কোথায় থাকে?

24. নিউক্লিওলাস কি?

25. নিউক্লিওলাস কি দিয়ে গঠিত?

26. কোশের ভিতরে অবস্থিত জেলির মত অর্ধতরল পদার্থ কে কি বলে?

27. ক্রোমোজোমে কয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে ও কি কি?

28. মানুষের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা কত?

29. জিন কাকে বলে?

30. নিউক্লিয়াসের কোন অংশ থেকে রাইবোজোম তৈরি হয়?

31. মাইটোকন্ডিয়া কাজ কি?

32. কোন কোশীয় অঙ্গানু থেকে লাইসোজোম উৎপন্ন হয়?

33. লাইসোজোমের সক্রিয়তা বৃদ্ধি পেলে কোন রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়?

34. কোন অঙ্গানুকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়?

35. প্রাণী কোষের কোন অঙ্গানু কোশ বিভাজনে সাহায্য করে?

36. কোন কোষীয় অঙ্গানু কেবল উদ্ভিদ কোশে থাকে?

37. ইউক্যারিওটিক উদ্ভিদ কোশের কোন কোশ অঙ্গাণুতে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে?

38. কোন কোশীয় অঙ্গানু ফুল ফলের রং নির্ধারনে অংশগ্রহণ করে?

39. ক্যাকটাসের কাণ্ডের কোশে জলসঞ্চয়ী উপাদানটি কি?

40. উদ্ভিদের বর্ণহীন প্লাসটিড এর নাম কি?

41. ব্যাকটেরিয়ার কোষে মাইট্রোকন্ডিয়া বিকল্প রূপে কি শোষণে সাহায্য করে?

42. প্রোটোপ্লাজম কী?

43. প্রোক্যারিওটিক কোশ কাকে বলে? উদাহরণ দাও।

44. ইউক্যারিওটিক কোশ কাকে বলে? উদাহরণ দাও।

45. মাইটোকনড্রিয়া কে কোশের শক্তিঘর বলা হয় কেন?

46. লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন?

47. কোন প্রাণী কোশকে আংটির মত দেখায়?

48. ব্যাকটেরিয়ার কোষে শ্বসনের সাহায্যকারী অংশটির নাম কী?

49. উদ্ভিদকোশে কোশগহ্বরের কাজ কী?

50. উদ্ভিদের 'খাদ্য তৈরীর কারখানা' কোন কোশ অঙ্গাণু কে বলা হয়?

51. ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে?

52. কোশরস কী?

53. কিউটিকল কী?

54. বর্ণহীন প্লাস্টিড কী বলে?

55. প্রাণীদেহে কত রকম কলা আছে?