ইতিহাসের ধারণা Questions and Answers

Read tutorials from ইতিহাসের ধারণা


Question List:

1. ইতিহাস কী ?

2. বর্তমানকালে ইতিহাসের আলোচনায় সমাজের কোন্ স্তরের মানুষ স্থান পায় ?

3. আধুনিক ইতিহাসচর্চার নানা বৈচিত্র্যগুলি উল্লেখ করো।

4. 'নতুন সামাজিক ইতিহাস' কী? অথবা, সামাজিক * ইতিহাস কী ?

5. *নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি কী ?

6. *নতুন সামাজিক ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।

7. নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝ ?

8. "রণজিৎ গুহ রচিত নিম্নবর্গের ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।

9. বর্তমানকালে কোনো দেশ বা জাতির জীবনে খেলাধুলার গুরুত্ব কী ?

10. "সাম্প্রতিককালে কারা খেলাধুলার ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ?

11. খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো।

12. মানুষের খাদ্যাভ্যাস থেকে ইতিহাসচর্চার কী ধরনের উপাদান পাওয়া যেতে পারে ?

13. ঢাকাই খাবার' কী?

14. *খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো।

15. "হরিপদ ভৌমিক ইতিহাসে বিখ্যাত কেন ?

16. নবীনচন্দ্র দাস কে ছিলেন?

17. মানুষের পোশাক-পরিচ্ছদ থেকে ইতিহাসচর্চার কী ধরনের উপাদান পাওয়া যেতে পারে ?

18. ব্রাত্মিকা পদ্ধতি কী?

19. কবে কোথায় 'দ্য অ্যাসোসিয়েশন অব ড্রেস হিস্টোরিয়ানস' প্রতিষ্ঠিত হয়েছে? এর উদ্দেশ্য কী ছিল?

20. পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার কয়েকজন গবেষকের নাম লেখো। সঙ্গে যুক্ত

21. পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।

22. সংগীতের ইতিহাস নিয়ে চর্চা করছেন এমন কয়েকজন গবেষকের নাম লেখো।

23. সংগীতের ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।

24. আধুনিক ভারতের কয়েকজন প্রখ্যাত নৃত্যশিল্পীর নাম লেখো।

25.

26. ইতিহাসচর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?

27. আধুনিক বাংলা নাটকে অসামান্য অবদান রেখেছেন এমন কয়েকজন ব্যক্তির নাম লেখো ।

28. নাটকের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো।

29. "নাটকের ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো।

30. স্থাপত্যশিল্প নিয়ে ইতিহাসচর্চা করেছেন এমন কয়েকজন গবেষকের নাম লেখো।

31. আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?

32. স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো।

33. স্থানীয় ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।

34. প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি ? এটি কার পরিচালনায় কবে মুক্তি পায় ?

35. চলচ্চিত্রের ইতিহাসচর্চা করেছেন এমন কয়েকজন ব্যক্তির নাম লেখো।

36. চলচ্চিত্রের ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।

37. ছবির দৃশ্যশিল্প বলতে কী বোঝায় ?

38. দৃশ্যশিল্প অর্থাৎ ছবি আঁকা ও ফোটোগ্রাফি নিয়ে ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন উল্লেখযোগ্য গবেষকের নাম লেখো।

39. দৃশ্যশিল্পের ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।

40. আধুনিক ইতিহাসচর্চার আলোকচিত্রের গুরুত্ব কী ?

41. ইতিহাসচর্চায় ফোটোগ্রাফের ব্যবহারের সচেতন থাকা দরকার ?

42. যানবাহন ও যোগাযোগের ইতিহাসচর্চার গুরুত্ব কী ?

43. যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা ইতিহাসকে প্রভাবিত করেছে এমন কয়েকটি উদাহরণ দাও।

44. রেলপথের প্রসার এক-এক দেশে এক-এক রকম প্রভাব ফেলেছে—এমন উদাহরণ দাও।

45. ব্রিটিশরা ভারতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির উদ্দেশ্যে কী কী ব্যবস্থা চালু করে ?

46. যানবাহন-যোগাযোগ ব্যবস্থার ইতিহাসচর্চায় খ্যাতি অর্জন করেছেন এমন কয়েকজন গবেষকের নাম লেখো।

47. স্থানীয় ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।

48. যানবাহন-যোগাযোগ ব্যবস্থার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।

49. শহরের ইতিহাসচর্চার গুরুত্ব কী?

50. শহরের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো।

51. শহরের ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।

52. সামরিক ইতিহাসচর্চার গুরুত্ব কী ?

53. সামরিক ইতিহাসচর্চা করেছেন এমন কয়েকজন গবেষকের নাম উল্লেখ করো।

54. পরিবেশ রক্ষার দাবিতে ভারতে শুরু হওয়া দুটি আন্দোলনের উল্লেখ করো।

55. পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম উল্লেখ করো।

56. পরিবেশের ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো।

57. বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চার গুরুত্ব কী ?

58. বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো।

59. বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো।

60. চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো।

61. চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো।

62. নারী ইতিহাসচর্চার গুরুত্ব কী ?

63. আধুনিককালে নারী ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো।

64. নারীর ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো।

65. নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী?

66. ভারতে কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন ?

67. নিম্নবর্ণীয় ইতিহাসচর্চার জনক কে?

68. প্রথম কোন্ ইতিহাসবিদ সমাজের সকল শ্রেণির মানুষের ইতিহাস রচনার কথা বলেন ?

69. কোন্ ইতিহাসে নীচে থেকে ওপরের দিকে দেখার রীতি প্রচলিত ?

70. অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।

71. নতুন সামাজিক ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত দুজন মার্কিন ঐতিহাসিকের নাম লেখো।

72. 'সাবলটার্ন স্টাডিজ রিডার : ১৯৮৬-১৯৯৫' গ্রন্থটি কে রচনা করেন ?

73. ভারতীয় খেলার ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা ?

74. গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।

75. ফ্রাঙ্ক ওরেল কে ছিলেন?

76. 'এ সোশ্যাল হিস্ট্রি অব ইন্ডিয়ান ফুটবল : স্ট্রাইভিং টু স্কোর' গ্রন্থটি কে বা কারা রচনা করেন?

77. সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কী ?

78. 'দ্য তাও অব ক্রিকেট: অন গেম্স অফ ডেসটিনি অ্যান্ড দ্য ডেসটিনি অব গেম্‌স' গ্রন্থটি কে লেখেন?

79. ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং' গ্রন্থটি কে রচনা করেন ?

80. টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম' গ্রন্থটির লেখক কে?

81. পাল ও সেনযুগে বাংলায় কী ধরনের খাদ্যাভ্যাস চালু ছিল ?

82. প্রথম কে, কবে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন ?

83. 'এ সোশ্যাল হিস্ট্রি অব ইটিং ইন মডার্ন আমেরিকা' বইটি কে রচনা করেন ?

84. 'বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা' গ্রন্থটি কে রচনা করেন ?

85. 'ক্লোদিং ম্যাটারস : ড্রেস অ্যান্ড আইডেনটিটি ইন ইন্ডিয়া' বইটি কে রচনা করেন ?

86. মান্না দে-র লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী ?

87. 'দ্য একজোটিক ইন ওয়েস্টার্ন মিউজিক' গ্রন্থটি কে রচনা করেন ?

88. 'দ্য ডন অব ইন্ডিয়ান মিউজিক ইন দ্য ওয়েস্ট' গ্রন্থটি কে রচনা করেন ?

89. 'ডান্স অব ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেন ?

90. ভারতের মন্দিরগুলিতে দেবদাসীদের নৃত্য কারা উপভোগ করত ?

91. উদয়শঙ্কর কী ধরনের নৃত্য পরিবেশন করতেন ?

92. বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস' গ্রন্থটি কার লেখা?

93. 'শিল্প-ইতিহাসবিদ' বা 'Art Historian' কাদের বলা হয়?

94. ভারতের নৃত্যকলা' গ্রন্থটি কে রচনা করেন ?

95. 'বাংলার মন্দির' গ্রন্থটি কার লেখা?

96. 'একেই বলে শুটিং' ও 'বিষয় চলচ্চিত্র' গ্রন্থ দুটি কার লেখা?

97. প্রথম সবাক বাংলা চলচিত্রের নাম কী ?

98. 'ভারতের চিত্রকলা' গ্রন্থটি কার লেখা ?

99. 'চিত্রকথা' গ্রন্থটি কে রচনা করেন ?

100. 'বঙ্গীয় নাট্যশালার ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?

101. কারা, কবে প্রথম চলচ্চিত্রের বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শনী ?

102. বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণকেন্দ্রের নাম উল্লেখ করো।

103. বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী ?

104. বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন এমন কয়েকজন পরিচালকের নাম লেখো।

105. 'চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু গ্রন্থটি কে রচনা করেন ?

106. কে, কবে ক্যামেরা আবিষ্কার করেন ?

107. ভারতে কবে ক্যামেরা বা ফোটো তোলার যন্ত্র আসে ?

108. 'কুন্তলীন তেল' খ্যাত বাঙালি ফোটোগ্রাফারের নাম কী ?

109. কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয় ?

110. জিওগ্রাফি অব ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আনডার ব্রিটিশরাজ' গ্রন্থটি কে রচনা করেন ?

111. ভারতে রেলপথ সম্প্রসারিত হয় কার আমলে ?

112. ভারতে প্রথম কবে, কোথায় রেলপথ চালু হয় ?

113. ইঞ্জিন্‌স অব চেঞ্জ—দ্য রেলরোডস দ্যাট মেড ইন্ডিয়া' বইটি কে লিখেছেন ?

114. নিখিলনাথ রায়ের লেখা স্থানীয় ইতিহাস গ্রন্থটির নাম কী ?

115. 'নদীয়া কাহিনি' কার লেখা ?

116. ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?

117. 'হুগলি জেলার ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন ?

118. 'কলিকাতা দর্পণ' গ্রন্থটি কে রচনা করেন ?

119. 'শহর বহরমপুর' গ্রন্থটি কার লেখা?

120. বাংলার স্থানীয় ইতিহাসচর্চার প্রথম সার্থক গ্রন্থ কোনটি?

121. শহরের ইতিহাসচর্চার ধারাটি কবে, কার উদ্যোগে শুরু হয়?

122. 'পোর্ট, টাউনস অ্যান্ড সিটিজ' গ্রন্থটির রচয়িতা কে?

123. 'কলকাতা সংক্রান্ত' গ্রন্থটি কে রচনা করেন ?

124. 'আমেরিকান মিলিটারি লিডার্স' গ্রন্থটি কে রচনা করেন?

125. 'আমেরিকান মিলিটারি হিস্ট্রি' গ্রন্থটি কে রচনা করেন?

126. ব্রিটেন অ্যান্ড হার আর্মি' গ্রন্থটি কে রচনা করেন ?

127. 'দ্য আর্মি ইন মডার্ন ফ্রান্স' গ্রন্থটি কে রচনা করেন ?

128. ইকোলজিকাল ইম্পিরিয়ালিজম' গ্রন্থটি কে রচনা করেন?

129. 'সাইলেন্ট স্প্রিং' গ্রন্থটি কে রচনা করেন?

130. ইকোলজি অ্যান্ড ইকুইটি' বইটি কার লেখা ?

131. মেধা পাটেকর কে ?

132. ভারতে কবে থেকে 'বনসংরক্ষণ আইন' চালু হয় ?

133. 'সায়েন্স, অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া' বইটি কার লেখা?

134. কার উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠিত হয় ?

135. 'দ্য স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভোলিউশনস' বইটির লেখক কে ?

136. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চা বিষয়ক গ্রন্থটির নাম কী ?

137. ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ছিলেন ?

138. ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ছিলেন ?

139. আধুনিক শিল্পের ইতিহাসচর্চার প্রধান কয়েকটি শাখা বা বিষয়ের লেখো।

140. ইকো ফেমিনিজম'-এর প্রবক্তা কে?

141. সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় ?

142. ‘এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি' গ্রন্থটি কে লিখেছিলেন ?

143. আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী ? আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি হল

144. ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রগুলি মূলত কী কী ?

145. সরকারি নথিপত্র থেকে ঐতিহাসিক সত্য উদ্‌ঘাটন করা যায় এমন একটি উদাহরণ দাও । সরকারি নথিপত্র থেকে ঐতিহাসিক সত্য উদ্ঘাটন করা যায় এমন একটি উদাহরণ হল—

146. সরকারি নথিপত্র বলতে কী বোঝায় ?

147. ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্র কেন গুরুত্বপূর্ণ ?

148. সরকারি নথিপত্রের বিবরণ থেকে প্রাপ্ত একটি ঐতিহাসিক তথ্যের উদাহরণ দাও।

149. ঐতিহাসিক বিবরণ বা তথ্যসমৃদ্ধ কয়েকটি সরকারি নথিপত্রের উদাহরণ দাও।

150. মহাফেজখানা থেকে কীভাবে ইতিহাস জানা যায় ?

151. আত্মজীবনী ও স্মৃতিকথা কী ?

152. ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির নাম কী ? এই চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন?

153. বেঙ্গল গেজেট কে, কবে প্রকাশ করেন ?

154. 'বঙ্গদর্শন' পত্রিকা থেকে সমকালীন ভারতের ইতিহাস রচনার কী ধরনের তথ্য পাওয়া যায়?

155. 'সোমপ্রকাশ' পত্রিকায় নারীদের সম্পর্কে কী ধরনের সংবাদ প্রকাশিত হত ?

156. ব্রিটিশ সরকার কেন ১৮৭৮ খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়?

157. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?

158. বাংলার নীলচাষিদের ওপর অত্যাচারের তথ্যাদি কোন্ সরকারি নথি থেকে পাওয়া যায় ?

159. ঐতিহাসিক বিবরণ সমৃদ্ধ সরকারি নথিপত্রের একটি উদাহরণ দাও।

160. কয়েকটি সরকারি চিঠিপত্রের উদাহরণ দাও যেগুলি ইতিহাস রচনায় সহায়তা করে।

161. এমন কিছু সরকারি নথিপত্রের নাম করো যেগুলি থেকে ব্রিটিশ আমলের বহু ঐতিহাসিক তথ্য জানা যায়।

162. জওহরলাল নেহরু কী উদ্দেশ্যে তাঁর কন্যা ইন্দিরাকে চিঠিগুলি লিখেছিলেন ?

163. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি হিন্দি ভাষায় কে, কী নামে প্রকাশ করেছেন ?

164. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি বাংলা ভাষায় কী শিরোনামে প্রকাশিত হয়েছে?

165. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিটির নাম কী?

166. 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?