-
A.
দেহের বাইরে ও ভেতরের বিভিন্ন অঙ্গের মুক্ততলের ওপর প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করা
-
B.
শোষণ করা
-
C.
ক্ষরণ করা
-
D.
বিজাতীয় বস্তু ও বর্জ্য পদার্থ অপসারণ করা
Correct Option: AExplanation:
Answer: (ক) দেহের বাইরে ও ভেতরের বিভিন্ন অঙ্গের মুক্ততলের ওপর প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করা
Explanation:
আবরণী কলা হলো প্রাণীদেহের একটি গুরুত্বপূর্ণ কলা। এটি দেহের বাইরে ও ভেতরের বিভিন্ন অঙ্গের মুক্ততলের ওপর প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করে। এই আচ্ছাদন দেহকে ক্ষতিকারক জীবাণু, ভাইরাস, পরজীবী, আঘাত, জলশোষণ ইত্যাদির হাত থেকে রক্ষা করে।
আবরণী কলার প্রধান কাজগুলি হলো:
- প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করা: আবরণী কলা দেহের বাইরে ও ভেতরের বিভিন্ন অঙ্গের মুক্ততলের ওপর প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করে। এই আচ্ছাদন দেহকে ক্ষতিকারক জীবাণু, ভাইরাস, পরজীবী, আঘাত, জলশোষণ ইত্যাদির হাত থেকে রক্ষা করে।
- শোষণ করা: আবরণী কলা দেহের বাইরে থেকে বিভিন্ন পদার্থ শোষণ করে। যেমন, ত্বক থেকে জল, ভিটামিন ডি, খনিজ পদার্থ ইত্যাদি শোষণ করা হয়।
- ক্ষরণ করা: আবরণী কলা বিভিন্ন পদার্থ ক্ষরণ করে। যেমন, ঘাম, চুলের তৈল, শ্লেষ্মা ইত্যাদি ক্ষরণ করা হয়।
- অনুভূতি গ্রহণ করা: আবরণী কলা বিভিন্ন ধরনের অনুভূতি গ্রহণ করে। যেমন, ত্বক দিয়ে স্পর্শ, স্বাদ, গন্ধ, তাপমাত্রা ইত্যাদি অনুভূতি গ্রহণ করা হয়।
- বিজাতীয় বস্তু ও বর্জ্য পদার্থ অপসারণ করা: আবরণী কলা দেহের বাইরে থেকে আসা বিজাতীয় বস্তু ও বর্জ্য পদার্থ অপসারণ করে। যেমন, চোখের মনি দিয়ে ধুলো-বালি, ত্বকের মাধ্যমে ঘাম, শ্লেষ্মা ইত্যাদি অপসারণ করা হয়।
- বহিঃকঙ্কাল গঠন করা: আবরণী কলা কিছু প্রাণীর শরীরের বহিঃকঙ্কাল গঠন করে। যেমন, আঁশ, রোম, নখ, ক্ষুর, শিং ইত্যাদি।