Present Continuous Tense - ঘটমান বর্তমান

Rumman Ansari   Software Engineer   2023-08-26   663 Share
☰ Table of Contents

Table of Content:


Present Continuous Tense: ঘটমান বর্তমান কাল :

যে কাজ শেষ হয়নি, এখনও চলছে, সে কাজ বোঝানোর জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যথা-

হাসান বই পড়ছে।

নীরা গান গাইছে।

ঘটমান বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ

(১) বক্তার প্রত্যক্ষ উক্তিতে ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যথা-

বক্তা বললেন, “শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন, ধন-সম্পদ লুণ্ঠিত হচ্ছে, দিকে দিকে আগুন জ্বলছে।”

(২) ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে :

চিন্তা করো না, কালই আসছি।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।

a. নিকট ভবিষ্যতের কোন কাজের ব্যবস্থা (Arrange to take place in the near future) বুঝাতে

English

Bangla

I am coming back soon. (= I shall come back soon)

আমি শীঘ্রই ফিরে আসছি. (= আমি শীঘ্রই ফিরে আসব) ।

Rumi is arriving here tomorrow. (= Rumi will arrive here tomorrow)

রুমি কাল এখানে আসছে। (= রুমি আগামীকাল এখানে আসবে) ।

b. অভ্যাসগত কাজ বুঝালে

English

Bangla

I am playing football even in this old age.

আমি এই বুড়ো বয়সেও ফুটবল খেলছি ।

Note - I এর পর am বসবে। He, She, it এবং অন্যসব third person singular number এর পর is বসবে। We, you, they এবং Plural subject এর শেষে are বসে।

উদাহরণ - Example

উদাহরণগুলো বেশি বেশি করে পড়ে এবং বেশি বেশি করে লিখে অভ্যাস করতে হবে যাতে করে এগুলো সহজেই আমাদের মস্তিষ্কের মধ্যে সহজ ভাবে আটকে যায় ।

আমি - I

Bangla

English

১. আমি শিখছি।

I am learning.

২. আমি কি শিখছি?

Am I learning?

৩. আমি শিখছি না।

I am not learning.

৪. আমি কি শিখছি না।

Am I not learning? / Aren’t I learning?

আমরা - We

Bangla

English

১. আমরা শিখছি।

We are learning.

২. আমরা কি শিখছি?

Are we learning?

৩. আমরা শিখছি না।

We aren’t learning.

৪. আমরা কি শিখছি না।

Aren’t we learning?

সে - She/He

Bangla

English

১. সে শিখছে।

She is learning.

২. সে কি শিখছে?

Is she learning?

৩. সে শিখছে না।

She isn’t learning.

৪. সে কি শিখছে না।

Isn’t she learning?

আরো উদাহরণ

Bangla

English

আমি ভাত খাইতেছি/ খাচ্ছি ।

I am eating rice.

আমি স্কুলে যাইতেছি/ যাচ্ছি ।

I am going to school.

সে স্কুলে যাইতেছে/ যাচ্ছে ।

He is going to school.

তুমি/ তোমরা বই পড়িতেছ/ পড়ছ ।

You are reading book.

আমি আজ রাতে ঢাকা যাচ্ছি ।

I am going to Dhaka tonight. (Near future)

আপনি কি আজ বিকালে মীটিং এ আসছেন ?

Are you coming to the meeting this afternoon? (Near future)

লোকটি নদীতে মাছ ধরছে।

The man is fishing in the river.

মেয়েটি ধীরে ধীরে হাঁটছে।

The girl is walking slowly.

আমি আমার বন্ধুর কাছে চিঠি লিখছি।

I am writing a letter to my friend.

বাতাস বহিতেছে।

The wind is blowing.

ফুলগুলি ফুটিতেছে।

The flowers are blooming.

মুষলধারে বৃষ্টি পড়ছে।

It's raining cats and dogs.

বালকগুলি গোলমাল করছে।

The boys are making noise.

আমি এখন খেলছি না।

I'm not playing now.

পাখিগুলি গান করছে না।

The birds are not singing.

ছেলেটি আমার কথা শুনছে না।

The boy is not listening to me.

ট্রেনটি খুব বেগে (at great speed) ছুটছে।

The train is running very fast.

The train is running at great speed.

তারাগুলি আকাশে মিটমিট করছে (to twinkle)।

The stars are flickering in the sky

The stars are twinkling in the sky.

আমি কি তোমাকে বিরক্ত করছি?

Am I bothering you?

ছেলেটি কি এখন পড়ছে না?

Isn't the boy reading now?

তিনি কি তোমাকে সাহায্য করছেন না?

Isn't he helping you?

তিনি কি খবরের কাগজ পড়ছেন?

Is he reading the newspaper?

বালকটি কি জ্বরে ভুগছে?

Is the boy suffering from fever?

আমার পিতা আজ ঢাকা থেকে বাড়ি আসবেন।

My father will come home from Dhaka today.