Tense বা কাল

Rumman Ansari   Software Engineer   2022-12-24   808 Share
☰ Table of Contents

Table of Content:


In English Grammar Tense is used to refer to time of an action or event.

Tense is the concept of time which may be present, past or future.

কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
আরো সহজভাবে বললে, কোনো Verb এর কাজ কখন সংঘটিত/সম্পন হয়, হয়েছিল বা হবে বুঝানোর জন্য Verb যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকে Tense বলে।
Tense শব্দটি Latin Word “Tempus” হতে এসছে যার অর্থ হলো কাল বা সময়। তাই কোনো কার্য/ঘটনা সম্পন্ন হওয়ার সময়কে Tense বলা হয়ে থাকে।

Example:

Present I eat rice. আমি ভাত খাই।
Past I ate rice. ভাত খেয়েছি।
Future I will eat rice. আমি ভাত খাবো।

এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।

Types of Tense:

The concept of time (tense) can be differentiated into three categories.

বাংলা নাম

ইংরেজি নাম

কখন এটি ব্যবহার করি

কখন এটি ব্যবহার করি

বর্তমান কাল

Present tense.

আপনি বর্তমানে কি করছেন?

What are you presently doing?

অতীত কাল

Past tense.

আপনি কিছু সময় আগে কি করেছেন?

What you did some time back.

ভবিষ্যত কাল 

Future tense.

কিছুক্ষণ পরে কি করবেন?

What you will do some time later?

All of these tenses are differentiated into the following four categories:

এটি Tense কে আবার চার ভাগে বিভক্ত করা হয় ।

  • Indefinite Tense
  • Continuous Tense
  • Perfect Tense
  • Perfect Continuous Tense

প্রশ্নঃ Present tense কাকে বলে ?

উত্তরঃ যে verb এর কাজ বর্তমানে সম্পন্ন হয় বুঝায়, তার কালকে Present tense বলে ।

যেমনঃ I go to school.

প্রশ্নঃ Past tense কাকে বলে ?

উত্তরঃ যে verb এর কাজ অতীত সময়ে সম্পন্ন হয়েছিল বুঝায় তার কালকে Past tense বলে।

যেমনঃ I went to school.

প্রশ্নঃ Future tense কাকে বলে ?

উত্তরঃ যে verb এর কাজ ভবিষ্যৎ সময়ে সম্পন্ন হবে বুঝায়, তার কালকে Future tense বলে।

যেমনঃ I shall go to school.