মাম্পস

Rumman Ansari   2023-11-04   Developer   health > মাম্পস   51 Share

মাম্পস

মাম্পস একটি ভাইরাস ঘটিত সংক্রামক রোগ। এই রোগটি সাধারণত ২ থেকে ১২ বছর বয়সের শিশুদের এই রোগ হয়ে থাকে। তার চেয়ে বড়োদেরও এই রোগ যে হয় না তা নয়। এই রোগ ৭ থেকে ১০ দিনের মধ্যেই সেরে যায়।

রোগের উপসর্গসমূহ :

(i) অল্প গা গরম, মাথাধরা, ক্ষুধামন্দ, ক্লান্তিভাব দেখে দেখা যায়।

(ii) কানের কাছে উপরের চোয়ালের গ্রন্থি ফুলে ওঠে।

(iii) মুখের দিকে ফুলে উঠতে পারে

(iv) কানেও ব্যথা হয়।

(v) বমিবমি ভাব ও বমিও হতে পারে।

(vii) বড়োদের ক্ষেত্রে অন্য গ্রন্থিও ফুলে উঠতে পারে।

(viii) সাধারণত একবার মাম্পস হলে পরবর্তী সময়ে আর এই অসুখ হয় না।

প্রাথমিক চিকিৎসা :

(i) পরিপূর্ণ বিশ্রাম।

(ii) জ্বর হলে জ্বর কমাবার ওষুধ ডাক্তারের পরামর্শে খেতে হবে।

(iii) জল অধিক পরিমাণে খেতে হবে।

(iv) টক জাতীয় জিনিস খাওয়া উচিত নয় ।

(v) খেলে গ্রন্থি ফুলে উঠতে পারে। শিশুকে ভালোভাবে গরম কাপড়ে ঢেকে রাখতে হবে।

(vi) ঠাণ্ডা বা গরম সেক দিলে উপকার পাওয়া যায় ।

(vii) শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বা অন্য শিক্ষার্থীদের সঙ্গে না মেশাই উচিত কারণ এই রোগ আক্রান্ত শিক্ষার্থীর থেকে অন্যদের সংক্রামণ ঘটতে পারে।

(viii) শিশুদের ৯ থেকে ১৫ মাস বয়েসে MMR প্রতিষেধক টিকা অবশ্যই দিয়ে রাখতে হবে।

(ix) যদি জ্বর বেশি হয়, মাথাধরা, ঘাড়ে ব্যথা, পেটে ব্যথা ও বমিবমি ভাব হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।