আল্লাহ তা'আলা, ইসলাম ও মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি আদব এবং দু’আ

Rumman Ansari   2023-03-21   Developer   islam > Manners   234 Share
আল্লাহ তা'আলা, ইসলাম ও মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি আদব এবং দু’আ

আল্লাহ তা'আলা, ইসলাম ও মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি আদব এবং দু’আ

আমরা আল্লাহ তা'আলাকে আমাদের রব (প্রতিপালক, মালিক, পরিচালক ও একক মা'বূদ) হিসেবে, ইসলামকে আমাদের দীন এবং মুহাম্মাদ সা কে আমাদের নাবী ও রাসূল হিসেবে মনে-প্রাণে বিশ্বাস করব এবং জীবনের সর্বক্ষেত্রে মেনে চলব ।

رَضِيتُ بِاللهِ رَبَّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّلٍ له نَبِيًّا.

আল্লাহ তা'আলা, ইসলাম ও মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি আদব এবং দু’আ
Figure: আল্লাহ তা'আলা, ইসলাম ও মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি আদব এবং দু’আ

উচ্চারণ : রযীতু বিল্লা-হি রব্বা-, ওয়াবিল ইস্‌লা-মি দীনা-, ওয়াবি মুহাম্মাদিন্ নাবিয়্যা- ।

অর্থ : আমি আল্লাহকে আমার রব বা প্রতিপালক, ইসলামকে আমার দীন এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে আমার নাবী হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহণ করেছি।

সহীহ মুসলিম- হাঃ ৩৮৬ ।