কোরআনের মধ্যে থাকা দোয়া সমূহ সম্পর্কিত আয়াত

Rumman Ansari   2022-12-10   Developer   islam > Prayers in the Quran   1158 Share

সূরা আল ফাতেহা @১:৫, ৬, ৭

সূরা আল বাকারা @২:১২৭

সূরা আল বাকারা @২:১২৮

সূরা আল বাকারা @২:২০১

সূরা আল বাকারা @২:২৫০

সূরা আল বাকারা @২:২৮৬

সূরা আলে ইমরান @৩:৮, ৯

সূরা আলে ইমরান @৩:১৬

সূরা আলে ইমরান @৩:৫৩

সূরা আলে ইমরান @৩:১৪৭

সূরা আলে ইমরান @৩:১৯১, ১৯২, ১৯৩, ১৯৪

সূরা আল মায়েদা @৫:৮৩

সূরা আল মায়েদা @৫:১১৪

সূরা আল আ'রাফ @৭:২৩

সূরা আল আ'রাফ @৭:৪৭

সূরা আল আ'রাফ @৭:৮৯

সূরা আল আ'রাফ @৭:১২৬


সূরা আল ফাতেহা @১:৫, ৬, ৭

"৫. (হে প্রভূ,) আমরা তোমারই বন্দেগী করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই ।
৬. তুমি আমাদের (সরল ও) অবিচল পথটি দেখিয়ে দাও—
৭. তাদের পথ— যাদের ওপর তুমি অনুগ্রহ করেছো, তাদের (পথ) নয়- যাদের ওপর অভিশাপ দেয়া হয়েছে এবং (তাদের পথও নয়) যারা পথভ্রষ্ট হয়ে গেছে । @১:৫, ৬, ৭."

সূরার নাম: সূরা আল ফাতেহা, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ১ , সূরার আয়াত নং: ৫, ৬, ৭, পারা ১ আলিফ লাম মী-ম
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আল বাকারা @২:১২৭

"১২৭. ইবরাহীম ও ইসমাঈল যখন এই ঘরের ভিত্তি উঠাচ্ছিলো (তখন তারা আল্লাহর কাছে দোয়া করলো), হে আমাদের রব, (আমরা যে উদ্দেশ্যে এ ঘর নির্মাণ করেছি, তা) তুমি আমাদের কাছ থেকে কবুল করো, অবশ্যই তুমি সব কিছু জানো এবং সব কিছু শোনো । @২:১২৭."

সূরার নাম: সূরা আল বাকারা, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ২, সূরার আয়াত নং: ১২৭, পারা ১ আলিফ লাম মী-ম
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আল বাকারা @২:১২৮

"১২৮. (তারা আরো বললো,) হে আমাদের রব, আমাদের উভয়কে তুমি তোমার (অনুগত) মুসলিম বান্দা বানাও এবং আমাদের (পরবর্তী) বংশধরদের মাঝ থেকেও তুমি তোমার একদল অনুগত (বান্দা) বানিয়ে দাও, (হে মালিক,) তুমি (এবাদাতের) আনুষ্ঠানিক নিয়মনীতিসমূহ আমাদের দেখিয়ে দাও এবং তুমি আমাদের ওপর দয়াপরবশ হও, অবশ্যই তুমি তাওবা কবুলকারী ও পরম দয়ালু। @২:১২৮."

সূরার নাম: সূরা আল বাকারা, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ২, সূরার আয়াত নং: ১২৮, পারা ১ আলিফ লাম মী-ম
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আল বাকারা @২:২০১

"২০১. (আবার) তাদের মধ্যে এমনও আছে যারা বলে, হে আমাদের রব, তুমি এ দুনিয়ায় আমাদের কল্যাণ দাও, (কল্যাণ দাও) পরকালেও; (সেদিনের বড়ো কল্যাণ হিসেবে) তুমি আমাদের আগুনের আযাব থেকে বাঁচাও । @২:২০১."

সূরার নাম: সূরা আল বাকারা, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ২, সূরার আয়াত নং: ২০১, পারা ২ সাইয়াকূলু
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আল বাকারা @২:২৫০

"২৫০. তারপর (যখন) সে তার সৈন্য নিয়ে জালুতের (মোকাবেলা করার) জন্যে দাঁড়ালো, তখন তারা (আল্লাহর কাছে সাহায্য চেয়ে) বললো, হে আমাদের রব, তুমি আমাদের সবরের তাওফীক দান করো, দুশমনের মোকাবেলায় আমাদের কদমগুলোকে দৃঢ় রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো; @২:২৫০."

সূরার নাম: সূরা আল বাকারা, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ২, সূরার আয়াত নং: ২৫০, পারা ২ সাইয়াকূলু
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আল বাকারা @২:২৮৬

"২৮৬. আল্লাহ তায়ালা কাউকেই তার শক্তি সামর্থের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না; সে ব্যক্তির জন্যে ততোটুকুই বিনিময় রয়েছে যতোটুকু সে (এ দুনিয়ায়) অর্জন করবে, আবার সে যতোটুকু (মন্দ দুনিয়ায়) অর্জন করেছে তার ওপর তার (ততোটুকু শাস্তিই) পতিত হবে; (অতএব, হে মোমেন ব্যক্তিরা, তোমরা এই বলে দোয়া করো,) হে আমাদের রব, আমরা যদি কিছু ভুলে যাই, (কোথাও) যদি আমরা কোনো গুনাহ করে ফেলি, তার জন্যে তুমি আমাদের পাকড়াও করো না, হে আমাদের রব, আমাদের পূর্ববর্তী (জাতিদের) ওপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের ওপর চাপিয়ো না, হে আমাদের রব, যে বোঝা বইবার সামর্থ আমাদের নেই তা তুমি আমাদের ওপর চাপিয়ে দিয়ো না, তুমি আমাদের ওপর মেহেরবানী করো। তুমি আমাদের মাফ করে দাও। আমাদের ওপর তুমি দয়া করো। তুমিই আমাদের (একমাত্র আশ্রয়দাতা) বন্ধু, অতপর কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। @২:২৮৬."

সূরার নাম: সূরা আল বাকারা, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ২, সূরার আয়াত নং: ২৮৬, পারা ৩ তিলকার রুসুলু
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আলে ইমরান @৩:৮, ৯

"৮. (তারা আরো বলে,) হে আমাদের রব, (একবার যখন) তুমি আমাদের (সঠিক) পথের দিশা দিয়েছো, (তখন তুমি আর) আমাদের মনকে বাঁকা করে দিয়ো না, একান্ত তোমার কাছ থেকে তুমি আমাদের প্রতি দয়া করো, কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমিই।
৯. হে আমাদের রব, তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে একদিন (তোমার কাছে) একত্রিত করবে, এতে কোনো রকম সন্দেহ নেই; নিসন্দেহে আল্লাহ তায়ালা ওয়াদা ভংগ করেন না৷ @৩:৮, ৯."

সূরার নাম: সূরা আলে ইমরান, মদীনায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৩ , সূরার আয়াত নং: ৮, ৯ পারা ৩ তিলকার রুসুলু
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আলে ইমরান @৩:১৬

"১৬. যারা বলে, হে আমাদের রব, আমরা অবশ্যই তোমার ওপর ঈমান এনেছি, অতপর তুমি আমাদের গুনাহখাতা মাফ করে দাও এবং (শেষ বিচারের দিন) তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়ো৷ @৩:১৬."

সূরার নাম: সূরা আলে ইমরান, মদীনায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৩ , সূরার আয়াত নং: ১৬, পারা ৩ তিলকার রুসুলু
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আলে ইমরান @৩:৫৩

"৫৩. (হাওয়ারীরা বললো,) হে আমাদের রব, তুমি যা কিছু নাযিল করেছো আমরা তার ওপর ঈমান এনেছি এবং আমরা রসূলের কথাও মেনে নিয়েছি, সুতরাং তুমি (সত্যের) সাক্ষ্যদাতাদের সাথে আমাদের (নাম) লিখে দাও। @৩:৫৩."

সূরার নাম: সূরা আলে ইমরান, মদীনায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৩ , সূরার আয়াত নং: ৫৩, পারা ৩ তিলকার রুসুলু
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আলে ইমরান @৩:১৪৭

"১৪৭. তাদের (মুখে তখন) এছাড়া অন্য কথা ছিলো না যে, তারা বলছিলো, হে আমাদের রব, তুমি আমাদের যাবতীয় গুনাহখাতা মাফ করে দাও, আমাদের কাজকর্মের সব বাড়াবাড়ি (তুমি ক্ষমা করে দাও) তুমি আমাদের কদমগুলো মযবুত রাখো এবং কাফেরদের ওপর তুমি আমাদের বিজয় দান করো। @৩:১৪৭."

সূরার নাম: সূরা আলে ইমরান, মদীনায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৩ , সূরার আয়াত নং: ১৪৭, পারা ৪ লান্ তানা-লু
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আলে ইমরান @৩:১৯১, ১৯২, ১৯৩, ১৯৪

"১৯১. যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহ তায়ালাকে স্মরণ করে এবং আসমানসমূহ ও যমীনের এই সৃষ্টি (নৈপুণ্য) সম্পর্কে চিন্তা গবেষণা করে (এবং এসব দেখে তারা বলে), হে আমাদের রব, (সৃষ্টি জগত)-এর কোনো কিছুই তুমি অযথা পয়দা করোনি, তুমি অনেক পবিত্র, অতপর তুমি আমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দাও ।
১৯২. হে আমাদের রব, যাকেই তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবে, অবশ্যই তাকে তুমি অপমানিত করবে। (সেদিন) যালেমদের কোনো সাহায্যকারীই থাকবে না ।
১৯৩. হে আমাদের রব, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী (নবী- মানুষদের) ঈমানের দিকে ডাকছে (সে বলছিলো, হে মানুষরা), তোমরা তোমাদের মালিকের ওপর ঈমান আনো, (হে রব, সেই আহ্বানকারীর কথায়) আমরা ঈমান এনেছি, হে আমাদের রব, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও, (আমাদের আমলনামা থেকে) আমাদের গুনাহসমূহ তুমি মুছে দাও, (তোমার) নেক লোকদের সাথে তুমি আমাদের মৃত্যু দান করো ।
১৯৪. হে আমাদের রব, তুমি তোমার নবী রসূলদের মাধ্যমে যেসব (পুরস্কারের) প্রতিশ্রুতি আমাদের দিয়েছো তা তুমি আমাদের দান করো এবং কেয়ামতের দিন তুমি আমাদের অপমানিত করো না; নিশ্চয়ই তুমি ওয়াদার বরখেলাপ করো না । @৩:১৯১, ১৯২, ১৯৩, ১৯৪."

সূরার নাম: সূরা আলে ইমরান, মদীনায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৩ , সূরার আয়াত নং: ১৯১, ১৯২, ১৯৩, ১৯৪, পারা ৪ লান্ তানা-লু
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আল মায়েদা @৫:৮৩

"৮৩. রসূলের ওপর যা যা কিছু নাযিল করা হয়েছে তা যখন এরা শোনে, তখন সত্যের যেটুকু এরা জেনেছে— সে কারণে তুমি এদের অনেকের চোখকেই অশ্রুসজল দেখতে পাবে, (নিবেদিত হয়ে) তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের (নাম) সত্যের সাক্ষ্যদাতাদের সাথে লিখে নাও ৷ @৫:৮৩."

সূরার নাম: সূরা আল মায়েদা, মদীনায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৫ , সূরার আয়াত নং: ৮৩, পারা ৭ ওয়া ইয়া সামিউ
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আল মায়েদা @৫:১১৪

"১১৪. মারইয়াম-পুত্র ঈসা (আল্লাহর দরবারে) বললো, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদের জন্যে আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও, এ হবে আমাদের জন্যে, আমাদের পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্যে তোমার কাছ থেকে (পাঠানো) একটি আনন্দোৎসব এবং তোমার (কুদরতের একটি) নিদর্শন, তুমি আমাদের রেযেক দাও, কেননা তুমিই হচ্ছো উত্তম রেযেকদাতা। @৫:১১৪."

সূরার নাম: সূরা আল মায়েদা, মদীনায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৫ , সূরার আয়াত নং: ১১৪, পারা ৭ ওয়া ইয়া সামিউ
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আল আ'রাফ@৭:২৩

"২৩. অতপর তারা দুজনেই বলে উঠলো, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের ওপর যুলুম করেছি, যদি তুমি আমাদের মাফ না করো এবং আমাদের (ওপর) দয়া না করো তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। @৭:২৩."

সূরার নাম: সূরা আল আ'রাফ, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৭ , সূরার আয়াত নং: ২৩, পারা ৮ ওয়ালাও আননানা
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আল আ'রাফ@৭:৪৭

"৪৭. অতপর যখন তাদের দৃষ্টি জাহান্নামের অধিবাসীদের (আযাবের) দিকে ফিরিয়ে দেয়া হবে, (তখন) তারা বলবে, হে আমাদের রব, আমাদের (তুমি) যালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। @৭:৪৭."

সূরার নাম: সূরা আল আ'রাফ, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৭ , সূরার আয়াত নং: ৪৭, পারা ৮ ওয়ালাও আননানা
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আল আ'রাফ@৭:৮৯

"৮৯. সেখান থেকে আল্লাহ তায়ালা আমাদের (একবার) মুক্তি দেয়ার পর যদি আমরা আবার তোমাদের জীবনাদর্শে ফিরে আসি, তাহলে আমরা (এর মাধ্যমে) আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করবো; আমাদের পক্ষে এটা কখনো সম্ভব নয় যে, আমরা সেখানে ফিরে যাবো, (হাঁ) আমাদের রব আল্লাহ তায়ালা যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান (তাহলে সেটা ভিন্ন); অবশ্যই আমাদের মালিকের জ্ঞান সব কিছুর ওপর ব্যাপৃত; আমরা একান্তভাবে আল্লাহ তায়ালার ওপর নির্ভর করি; (এবং আমরা বলি,) হে আমাদের রব, আমাদের এবং আমাদের জাতির মাঝে তুমি সঠিক ফয়সালা করে দাও, কারণ তুমিই হচ্ছো সর্বোত্তম ফয়সালাকারী। @৭:৮৯."

সূরার নাম: সূরা আল আ'রাফ, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৭ , সূরার আয়াত নং: ৮৯, পারা ৯ ক্বা-লাল মালাউ
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]
সূরা আল আ'রাফ@৭:১২৬

"১২৬. তুমি আমাদের কাছ থেকে এ কারণেই কি প্ৰতিশোধ নিচ্ছো যে, আমরা আমাদের মালিকের নিদর্শনসমূহ, যা তাঁর কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে- তার ওপর ঈমান এনেছি; (আমরা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি,) হে আমাদের রব, তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং (তোমার) অনুগত বান্দা হিসেবে তুমি আমাদের মৃত্যু দিয়ো। @৭:১২৬."

সূরার নাম: সূরা আল আ'রাফ, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৭ , সূরার আয়াত নং: ১২৬, পারা ৯ ক্বা-লাল মালাউ
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]