ছোট ছোট অভিযান ও যুদ্ধ সমূহ

Religion > Bangla Islamic Quiz

ছোট ছোট অভিযান ও যুদ্ধ সমূহ: যুদ্ধের অনুমতি সংক্রান্ত আয়াত নাযিলের পর কুরায়েশ বাহিনীর মুকাবিলার জন্য রাসূলুল্লাহ (ছাঃ) মদীনা থেকে মক্কা অভিমুখী রাস্তাগুলিতে নিয়মিত টহল অভিযান প্রেরণের সিদ্ধান্ত নেন। এ সময় বাইরের বিভিন্ন গোত্রের সাথে তাঁর কৃত সন্ধি চুক্তিসমূহ খুবই ফলপ্রসূ প্রমাণিত হয়। যার এলাকাসমূহ মদীনা হ’তে মক্কার দিকে তিন মনযিল অর্থাৎ প্রায় পঞ্চাশ মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। এইসব অভিযানের যেগুলিতে রাসূলুল্লাহ (ছাঃ) স্বয়ং অংশ গ্রহণ করতেন, সেগুলিকে ‘গাযওয়াহ’ (غَزْوَةٌ) এবং যেগুলিতে নিজে যেতেন না, বরং অন্যদের পাঠাতেন, সেগুলিকে সারিইয়াহ (سَرِيَّةٌ) বলা হয়। এইসব অভিযানে যুদ্ধ প্রস্ত্ততি নিয়ে বের হ’লেও বলতে গেলে কোনটাতেই যুদ্ধ হয়নি। তবে মক্কায় খবর হয়ে গিয়েছিল যে, কুরায়েশদের হুমকিতে মুহাজিরগণ ভীত নন, বরং তারা সদা প্রস্ত্তত। ➲ ছোট ছোট অভিযান ও যুদ্ধ সমূহ - Quiz


  • A বনু কাইনুকা।
  • B বনু কুরাইযা।
  • C জুহাইনা।
  • D খাযরাজ।
  • A হামযা বিন আব্দুল মুত্তালিব।
  • B আবু লাহাব বিন আব্দুল মুত্তালিব।
  • C মাজদী বিন আমর জুহানী।
  • D হারেস বিন মুত্তালিব।
  • A সাদ বিন আবী ওয়াক্কাস (রাঃ)
  • B সাদ বিন উবাদা (রাঃ)
  • C সাদ বিন মুয়ায (রাঃ)
  • D আব্দুল্লাহ ইবনে সাদ (রাঃ)
  • A গাজওয়াহ (غَزْوَةٌ)
  • B সারিইয়াহ (سَرِيَّةٌ)
  • A গাজওয়াহ (غَزْوَةٌ)
  • B সারিইয়াহ (سَرِيَّةٌ)
  • A গাযওয়ায়ে আবওয়া।
  • B গাযওয়ায়ে বুয়াত।
  • C গাযওয়ায়ে সাফাওয়ান।
  • D গাযওয়ায়ে যুল উশাইরা।
  • A গাযওয়ায়ে আবওয়া।
  • B গাযওয়ায়ে বুয়াত
  • C গাযওয়ায়ে সাফাওয়ান।
  • D গাযওয়ায়ে যুল উশাইরা।
  • A হয়রত হামযা (রাঃ)
  • B হযরত সাদ বিন আবী ওয়াক্কাস (রাঃ
  • C হযরত আলী (রাঃ)
  • D হমরত মিকদাদ বিন আমর (রাঃ)
  • A সারিয়ায়ে সীফুল বাহর।
  • B সারিয়ায়ে রাবেগ।
  • C সারিয়ায়ে খাররার।
  • D সারিয়ায়ে নাখলা।
  • A ৬২০ সালে।
  • B ৬২২ সালে।
  • C ৬২৪ সালে।
  • D ৬২৬ সালে।
  • A এক হাজার।
  • B দেড় হাজার।
  • C দুই হাজার।
  • D আড়াই হাজার।