আধুনিক সমাজ

Tuhina Parveen(Rakhi)   2018-05-10   Student   WhatsappStory > Adhunik-Somaj   3250 Share

সমাজ আধুনিক হচ্ছে আর আমরাও আধুনিক হচ্ছি। সবাই এখন আধুনিক হওয়ার লড়াই এ। হাঁ আধুনিক হতেই হবে। তা নাহলে সমাজে চলবো কিভাবে। তাই তো আমরা আমাদের বাচ্চাদের প্রথমেই শেখায়, A for apple, আমরা নিজেরাই ভুলে গেছি সেই ছড়া অ-এ অজগরটি আসছে তেড়ে, আ- এ আমটি আমি খাবো পেরে, হা এসব আর আমরা শেখাই না। আমরা আধুনিক সমাজে বাস করছি যে, থাক না মাতৃভাষা, ইংলিসটা তো জানি, ওটা জানলেই হলো। এখন আবার একটা ছোয়াচে রোগ এসেছে সবাই এখন facebook, whatsaap এ আক্রন্ত। শুনছি এ রোগের কোনো ওষুধ নেই, ক্যানসারের থেকেও জটিল রোগ। ভালো হওয়ার কোনো পথ নেই। শুধু এই রোগেই আমরা আক্রান্ত তা নয়, আরও অনেক কিছুতেই আক্রান্ত। গালিগলাজ না করলে, ধূমপান না করলে, মদ না পান করলে, আমরা আবার আধুনিক হওয়ার রেস থেকে ছিটকে যেতে পারি। সেই জন্যই তো আমরা মেয়েরাও আজকাল সিগারেট খায়। কেনো খাবো না শুনি আমরাও তো আধুনিক। এই যেমন engineering students দের গাঁজাখোর না বললে ওদের course complete হয় না। তাই তো ওরাও গাঁজার মধ্যে সুখ পাই। ব্যতিক্রম অবশ্য আছে। এখনতো আবার চেনা দায় হয়ে পরেছে কারাই বা প্রেমিকযুগল আর কারাই বা বন্ধু। আগে তো প্রেমিকযুগলরা ঘনিষ্ঠ হতো, এখন কিন্তু তা নয়, এখন ঘনিষ্ঠ বন্ধু বলে একটা সম্পর্কের উদ্ভব হয়েছে, এখন নাকি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে সবকিছু হয়। কেনই বা হবে না, আমরা তো আধুনিক সমাজে বাস করছি। এটাই যদি আধুনিকতা হয়, এগুলো যদি আধুনিক সমাজের নিয়ম হয়। তাহলে কেনো ধর্ষিতা এই আধুনিক সমাজে স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না, আমরাতো সেই মানুষগুলো, আমরাইতো ছুটছি আধুনিক হাওয়ার লড়াই এ। অথচ আমারাই, হাঁ! আমরাই ধর্ষক কে ভুলে যায়, ধর্ষিতাকে তবে ভুলি না। হাঁ আমরাই আধুনিক। হাঁ আমরাই তখন ধর্ষিতার চরিত্র নিয়ে কথা বলি। নিশ্চয় মেয়েটার চরিত্র খারাপ, নিশ্চয় মেয়েটা ছোটো জামা পরেছিল। কেউ কেউ তো আবার বলে ঐ যে facebook, WhatsApp করেই মেয়েগুলো গেলো। অথচ আমরাই যদি শুনি ঐ ছেলেটা বা মেয়েটা facebook, WhatsApp করে না। তখন আমরাই এমন ভাবে তাদের দেখি তারা যেন এলিয়েন। হাঁ আমি ধিতকার জানাই এই আধুনিক সমাজকে যেখানে মেয়েরা নিরাপদ নয়, যেখানে ধর্ষিতাকে আত্মহত্যা করতে হয়, হাঁ আমি ধিতকার জানাই এই আধুনিকতাকে যেখানে নোংরামোকে আধুনিকতা বলে। আমি চাই না আধুনিক হতে, হাঁ আমি চাই না। আমি ভালো আছি। গ্যায়ো হয়েই ভালো আছি।।।।।।।।।

....আধুনিক সমাজ By তুহিনা পারভীন (রাখী)