পেশাব ও পায়খানায় যাওয়ার আদব ও দু'আ

Rumman Ansari   2023-04-03   Developer   islam > আদব ও দু'আ   171 Share

১১. পেশাব ও পায়খানায় যাওয়ার আদব ও দু'আ

পেশাব-পায়খানার জন্য বাথরুম বা পায়খানার ঘরে যাব এবং পেশাব-পায়খানার সময় কোন কথা বলব না, কিবলাকে সামনে ও পিছনে রাখব না । পেশাব ও পায়খানায় গমনে দু'আ পড়ব-

بِسْمِ اللهِ - اَللّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ .

পেশাব ও পায়খানায় যাওয়ার দু'আ
Figure: পেশাব ও পায়খানায় যাওয়ার দু'আ

উচ্চারণ : বিস্মিল্লা-হ, আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খবা-য়িস ।

অর্থ : হে আল্লাহ! আমি তোমার নামে এবং তোমার কাছে দুষ্ট জিন্ন ও জিন্নী হ'তে আশ্রয় প্রার্থনা করছি । ১২


১২. পেশাব ও পায়খানা হতে ফিরার আদব ও দু'আ

প্রথমে পানি দিয়ে ভালভাবে পবিত্র হব এবং মাটি বা সাবান দিয়ে হাত পরিষ্কার করব, অতঃপর নিচের দু'আ পড়ব ।

পেশাব ও পায়খানা হতে ফিরার দু'আ
Figure: পেশাব ও পায়খানা হতে ফিরার দু'আ

উচ্চারণ : গুফ্‌রা-নাকা ।

অর্থ : : (হে আল্লাহ!) তুমি আমাকে ক্ষমা কর । ১৩

Reference:

১২। সহীহুল বুখারী- হাঃ ১৪২, সহীহ মুসলিম- হাঃ ৩৭৫, সহীহ আল জামি'- হাঃ ৪৭১৪ ।

১৩। আবূ দাউদ- হাঃ ৩০, তিরমিযী- হাঃ ৭, ইবনে মাজাহ- হাঃ ৩০০ (সহীহ)।