Future Perfect Continuous Tense - পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ কাল

Rumman Ansari   Software Engineer   2022-12-16   323 Share
☰ Table of Contents

Table of Content:


Future Perfect Continuous Tense - পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ কাল

Future Tense Structure with Example:

Types

Form

Example

Simple Future

Sub + will/shall + V1

I will teach English.

Future Continuous

Sub + will/shall + be + V1 + ing form

I will be teaching English.

Future Perfect

Sub + will have + V3

I will have taught English.

Future Perfect Continuous

Sub + will/shall + have been+ ing

I shall have been teaching.


Bangla

English

১. তিনি যাওয়ার আগে আমি দু’ঘণ্টা ধরে শিখতে থাকব।

I shall have been learning for two hours before he goes/ will go.

২. তিনি যাওয়ার আগে আমি কি দু’ঘণ্টা ধরে শিখতে থাকব?

Shall I have been learning for two hours before he goes?

৩. তিনি যাওয়ার আগে আমি দু’ঘণ্টা ধরে শিখতে থাকব না।

I shall not have been learning for two hours before he goes.

৪. তিনি যাওয়ার আগে আমি কি দু’ঘণ্টা ধরে শিখতে থাকব না?

Shall I not have been learning for two hours before he goes?


You - তুমি

Bangla

English

১. আমি যাওয়ার আগে তুমি তিন ঘণ্টা ধরে শিখতে থাকবে।

You will have been learning for three hours before I go.

২. আমি যাওয়ার আগে তুমি কি তিন ঘণ্টা ধরে শিখতে থাকবে?

Will you have been learning for three hours before I go?

৩. আমি যাওয়ার আগে তুমি তিন ঘণ্টা ধরে শিখতে থাকবে না।

You will not have been learning for three hours before I go.

৪. আমি যাওয়ার আগে তুমি কি তিন ঘণ্টা ধরে শিখতে থাকবে না?

Will you not have been learning for three hours before I go?