Past Continuous Tense - ঘটমান অতীত

Rumman Ansari   Software Engineer   2022-12-15   324 Share
☰ Table of Contents

Table of Content:


Past Continuous Tense Translations: ঘটমান অতীত কাল :

অতীত কালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে, তখনও কাজটি সমাপ্ত হয়নি-ক্রিয়া সংঘটনের এরূপ ভাব বোঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়। যেমন-

কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল

আমরা তখন বই পড়ছিলাম

বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন

a. অতীতে দু'টি কাজ একই সাথে চলছিল বুঝাতে

English

Bangla

I was praying while he was sleeping.

তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন আমি নামাজ পড়ছিলাম।

While I was reading, Ratan was writing.

আমি যখন পড়ছিলাম তখন রতন লিখছিল।

Past Tense Sentence Structure:

Types

Form

Example

Simple Past

Sub + V2 + Obj

I taught English.

Past Continuous

Sub + was/were + V1 + ing form

I was teaching English.

Past Perfect

Sub + had + V3

I had taught English.

Past Perfect Continuous

Sub + had + been + V1 + ing form

I had been teaching English.

আরো উদাহরণ

Bangla

English

ছেলেগুলো মাঠে ফুটবল খেলতেছিল। [খেলছিল]

The boys were playing football on the field.

সে একটি কবিতা আবৃত্তি করতেছিল।

She was reciting a poem.

মেয়েগুলি ফুল তুলতেছিল (plucking)।

The girls were plucking flowers.

গতকাল আমি চিঠি লিখতেছিলাম। [লিখছিলাম]

Yesterday I was writing a letter.

ছাত্রেরা বক্তৃতা শুনতেছিল । [শুনছিল]

The students were listening to the lecture.

তুমি কি তাকে গান শেখাচ্ছিলে?

Were you teaching him music?

তারাগুলো আকাশে মিটমিট করতেছিল। [করছিল]

The stars were flickering in the sky.

তারা কি গত পরশু খেলার মাঠে খেলতে ছিল না?

Didn't they play on the playground the day before yesterday?

রুমি নদীতে সাঁতার কাটতেছিল।

Rumi was swimming in the river.

তুমি গত রাত্রে ঘুমাচ্ছিলে।

You were sleeping last night.

তুমি যখন মাঠে খেলছিলে, আমি তোমাকে দেখেছিলাম।

When you were playing, I saw you.

আমি যখন বাড়ি পৌছলাম, তখন বৃষ্টি হচ্ছিল।

When I got home, it was raining.

সে কি সকাল বেলায় ভূগোল পড়তেছিল না?

Wasn't he studying geography in the morning?

ছেলেটি কি স্কুলে যাচ্ছিল না?

The boy was not going to school?