Past Indefinite Tense - সাধারণ অতীত বা নিত্যবৃত্ত অতীত

Rumman Ansari   Software Engineer   2022-12-17   1028 Share
☰ Table of Contents

Table of Content:


Past Indefinite Tense: অতীত কাল

সাধারণ অতীত : বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তার সংঘটন কালই সাধারণ অতীত কাল। যেমন-

প্রদীপ নিভে গেল। শিকারি পাখিটিকে গুলি করল।

সাধারণ অতীতের বিশিষ্ট ব্যবহার

(১) পুরাঘটিত বর্তমান স্থলে : 'এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে। '

(২) বিশেষ ইচ্ছা অর্থে বর্তমান কালের পরিবর্তে : তোমরা যা খুশি কর, আমি বিদায় হলাম ।


নিত্যবৃত্ত অতীত : অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে । যেমন-

আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।

নিত্যবৃত্ত অতীতের বিশিষ্ট ব্যবহার

(১) কামনা প্রকাশে : আজ যদি সুমন আসত, কেমন মজা হতো।

(২) অসম্ভব কল্পনায় : 'সাতাশ হতো যদি একশ সাতাশ'।

(৩) সম্ভাবনা প্রকাশে : তুমি যদি যেতে, তবে ভালোই হতো।


a. অতীত কালের কোন নিয়মিত অভ্যাস বা আগে অভ্যাস ছিল এখন নেই এরূপ বুঝাতে মূল verb এর পূর্বে 'used to' অথবা would ব্যবহার করতে হয়।

English

Bangla

He used to study many hours everyday.

 তিনি প্রতিদিন অনেক ঘন্টা পড়াশুনা করতেন।

He walked (= used to walk) in the evening.

তিনি সন্ধ্যায় হাঁটলেন।

Nasiruddin would read the Quaran daily.

নাসিরুদ্দিন প্রতিদিন কোরআন পাঠ করতেন।

b. ভদ্রতাপূর্ণ অনুরোধ বুঝাতে can বা will ব্যবহৃত না হয়ে এদের past রূপ could ও would ব্যবহৃত হয়।

English

Bangla

Could you show me the way to the school?

 তুমি কি আমাকে স্কুলে যাওয়ার পথ দেখাতে পারবে?

c. yesterday, ago, since last ইত্যাদি এবং অতীত কালের কোন সময়ের উল্লেখ থাকলে

English

Bangla

He came here seven days ago.

 তিনি সাত দিন আগে এখানে এসেছেন।

I went there yesterday.

 আমি গতকাল সেখানে গিয়েছিলাম।

Past Tense Sentence Structure:

Types

Form

Example

Simple Past

Sub + V2 + Obj

I taught English.

Past Continuous

Sub + was/were + V1 + ing form

I was teaching English.

Past Perfect

Sub + had + V3

I had taught English.

Past Perfect Continuous

Sub + had + been + V1 + ing form

I had been teaching English.

উদাহরণ - Example

English

Bangla

The boy was unwell.

ছেলেটি অসুস্থ ছিল।

You were present.

তোমরা উপস্থিত ছিলে।

They were absent.

তাহারা অনুপস্থিত ছিল।

Binaybabu was a minister.

বিনয় বাবু মন্ত্রী ছিলেন।

The man was poor but honest.

লোকটির গরীব হলেও সৎ ছিল।

The girl was five years old.

মেয়েটির বয়স ৫ বছর ছিল।

She was a resident of this village.

সে এই গ্রামের অধিবাসী ছিল।

Saratchandra was a famous novelist.

শরৎচন্দ্র একজন বিখ্যাত ঔপন্যাসিক ছিলেন।

আরো উদাহরণ

Bangla

English

আমি কাজটি করেছিলাম।

I did the job.

তারা বেশ ভালো খেলেছিল।

They played quite well.

শিশুটি কেঁদে ফেলল।

The baby cried.

আমি তাকে একখানি বই দিয়েছিলাম।

I gave him a book.

কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন।

Columbus discovered America.

আমি রোজ সকালে নদীর ধারে বেড়াতাম।

I used to walk along the river every morning.

আব্বা মাঝে মাঝে রেগে যেতেন।

Father got angry sometimes

Respect:

Dad would get angry sometimes.

ইহাতে তারা বিরক্ত হল না।

They did not bother by this.

সে পরীক্ষায় প্রথম হয়েছিল।

She ranked first in the exam

এক সপ্তাহ পূর্বে আমি ঘড়িটি কিনেছিলাম।

I bought the watch a week ago.

এই দুষ্টু ছেলেটি গতকাল স্কুলে যায় নাই।

This naughty boy didn't go to school yesterday.

তুমি কি সকালে চা খেয়েছিলে?

Did you have tea in the morning?

তুমি কি গতকাল বাড়ি গিয়েছিলে?

Did you go home yesterday?

সে কি সাঁতার দিতে জানত না?

Didn't he know how to swim?

তারা সময় মত মাঠে পৌছিল না।

They did not reach the field on time.