Past Perfect Continuous Tense - পুরাঘটিত ঘটমান অতীত

Rumman Ansari   Software Engineer   2022-12-27   1140 Share
☰ Table of Contents

Table of Content:


a. কাজটি অতীতে আরম্ভ হয়ে অতীতেই সম্পূর্ণ হলেও ইহা উল্লেখের সময় পর্যন্ত অসম্পূর্ণ ছিল বুঝালে Past Perfect Continuous tense ব্যবহৃত হয়। যেমন—

English

Bangla

I had been suffering from fever for a week.

আমি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলাম।

Past Tense Sentence Structure:

Types

Form

Example

Simple Past

Sub + V2 + Obj

I taught English.

Past Continuous

Sub + was/were + V1 + ing form

I was teaching English.

Past Perfect

Sub + had + V3

I had taught English.

Past Perfect Continuous

Sub + had + been + V1 + ing form

I had been teaching English.

আরো উদাহরণ

Bangla

English

বাড়ি পৌছিবার পূর্বে মা আমার জন্য প্রতীক্ষা করতেছিলেন।

 

সূর্য অস্ত যাবার পূর্বে তারা মাঠে ফুটবল খেলতেছিল।

 

ছেলেটি তিন বছর যাবৎ একই স্কুলে পড়তেছিল।

 

সে দু'ঘণ্টা ধরে একটি ছবি আঁকতেছিল ।

 

তুমি আসার আগে আমি ইংরেজি পড়তেছিলাম।

 

ঔষধ খাবার পূর্বে তিনি ধূমপান করতে ছিলেন না।

 

স্কুলে যাবার পূর্বে তুমি কি পাঠ প্রস্তুত করতেছিলে?

 

বৃষ্টি থামার পূর্ব পর্যন্ত আমরা কি সেখানে অপেক্ষা করতে ছিলাম না?

 

আমি স্কুলে যাবার পূর্বে অংক কষতেছিলাম।

 

মৃত্যুর আগে তিন বছর ধরে তিনি যক্ষ্মা রোগে ভুগতে ছিলেন।