Present Indefinite Tense - সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান

Rumman Ansari   Software Engineer   2023-08-26   4139 Share
☰ Table of Contents

Table of Content:


আমরা জেনে গেছি যে বর্তমান কাল কত প্রকার ও কি কি। এখন আমরা বিভিন্ন Present Tense এর ব্যবহার সম্বন্ধে জানব।

Present Simple/ Present Indefinite Tense: সাধারণ বর্তমান কাল

যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন —

সে ভাত খায়।

আমি বাড়ি যাই।

নিত্যবৃত্ত বর্তমান কাল : স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। যথা-

সন্ধ্যায় সূর্য অস্ত যায়। (স্বাভাবিকতা)

আমি রোজ সকালে বেড়াতে যাই। (অভ্যস্ততা)


This usage is common with verbs of motion : Come, go, start, return, etc

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।


(a) অভ্যাসগত বর্তমান (To express habitual action) বুঝাতে

English

Bangla

He takes exercise regularly.

তিনি নিয়মিত ব্যায়াম করেন।

I read newspaper in the morning everyday.

আমি প্রতিদিন সকালে খবরের কাগজ পড়ি।

(b) সাধারণ সত্য বা চিরন্তন (To express general truth or eternal truth) বুঝাতে

English

Bangla

The earth moves round the sun.

পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।

The sun rises in the east.

সূর্য পূর্ব দিকে উঠে।

Honesty is the best policy.

সততা সেরা নীতি।

The earth is round.

পৃথিবী গোলাকার.

Honey is sweet.

মধু মিষ্টি।


(c) ঐতিহাসিক সত্য (Historical truth) বুঝাতে

English

Bangla

 Shahjahan builds the Tajmahal.

শাহজাহান তাজমহল নির্মাণ করেন।

Akbar ascends the throne when he is only twelve years old.

আকবর মাত্র বারো বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।

Past events in order to make the narrative more vivid.(অতীত ঘটনাকে উজ্জ্বল করে প্রকাশ করতে) This is called the Historic or Graphic Present:


Example: Alexander now rushes upon the enemy.

(d) ভবিষ্যতের কাজ বর্তমানে (To express future action) বুঝাতে

English

Bangla

He starts (will start) for Kolkata next week.

আগামী সপ্তাহে তিনি কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

The ceremony comes off tomorrow.

অনুষ্ঠানটি আগামীকাল বন্ধ হবে।

(e) অতীত ঘটনাকে বর্তমানের কাজ (To describe past events with vividness) বুঝাতে ব্যবহার করা হয়— একে Historic present বলা হয়। যেমন—

English

Bangla

 India comes into being in 1947.

 ভারত 1947 সালে প্রতিষ্ঠিত হয়।

Bangladesh comes into being in 1971.

বাংলাদেশ 1971 সালে প্রতিষ্ঠিত হয়।

 The Prophet of Islam Hazrat Mohammad (Sm.) then migrates from Mecca to Madina.

 ইসলামের নবী হযরত মোহাম্মদ (সাঃ) এরপর মক্কা থেকে মদীনায় হিজরত করেন।

Note - Subject third person singular number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে verb এর শেষে s বা es বসে।


Positive, Question and Negative Form

Positive

Question

Negative

I

work.

Do

I

work?

I

do not

(don't)

work.

You

you

You

We

we

We

They

they

They

He

works.

Does

he

work?

He

does not

(doesn't)

work.

She

she

She

It

it

It

Another way to write:

Affirmative

I/you/we/they eat

he/she/it eats

Negative

I/you/we/they don’t eat

he/she/it doesn’t eat

Question

Do I/you/we/they eat?

Does he/she/it eat?

Short

answers

Yes, I/you/we/they do.

No, I/you/we/they don’t.

Yes, he/she/it does.

No, he/she/it doesn’t.

Positive Structure

l/we/you/they + basic verb

He/she/it + basic verb + s

Example:

I walk home from work every day.

 He walks very quickly.

Negative Structure

l/we/you/they + don't + basic verb

He/she/it + doesn't + basic verb

Example:

They don't watch television very much.

 She doesn’t play outside too often.

Question Structure

Do + l/we/you/they + basic verb

Does + he/she/it + basic verb

Example:

Do they usually work hard?

Does he often go to the park?

Things to Note

For the present simple meaning one (things that happen regularly) we often use words and phrases to say how often we do things.

Phrases such as every day, twice a week, once a year, very often etc.

Things to Note

For example:

Jane teaches at the school five days a week.

I visit my parents once a month.

Sam goes to France very often for his job.


আরো উদাহরণ

Bangla

English

আমি ভাত খাই।

I eat rice.

আমি স্কুলে যাই।

I go to school.

সে প্রতিদিন স্কুলে যায়।

He goes to school every day.

তুমি বই পড়।

You read a book.

জল শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে।

Water freezes at 0° centigrade.

সূর্য পূর্ব দিকে উদিত হয়।

The sun rises in the East.

সে খুব সকালে উঠে।

She wakes up early in the morning.

সে প্রতিদিন রাত দশটায় ঘুমাতে যায়।

He goes to bed at ten pm every day.

তুমি একটি পাখি দেখ।

You see a bird.

মা আমাকে একটি বোকা ছেলে বলেন।

Mother calls me a stupid boy.

তার ভাই শহরে বাস করে।

His brother lives in the city.

আমি তাকে চিনি।

I know him.

বালিকাটি সুন্দর (sweetly) গান করে।

The girl sings sweetly/beautifully.

আমি আমার দেশকে ভালবাসি।

I love my country.

আমরা সকাল বেলা খবরের কাগজ পড়ি।

We read the newspaper in the morning.

সে তাড়াতাড়ি কথা বলে।

a. He/She speaks quickly.

b. He/She speaks very fast.

আমরা গোলমাল করি না।

We don’t make noise.

সে আমার সাথে স্কুলে যায় না।

He/She doesn’t go to school with me.

সে পড়ায় মনোযোগ দেয় না।

a. He/She does not pay attention to reading.

b. He/She doesn’t concentrate on studying.

তারা মিথ্যা কথা বলে না।

a. They do not lie.

b. They do not speak lies.

সে কি বিকালে ফুটবল খেলে না?

Doesn’t he play football in the afternoon?

তুমি কি তোমার দেশকে ভালবাস না?

Don’t you love your country?

তুমি কি এই অংকগুলো কষ না?

Don’t you solve these mathematics?

সে গরীব লোকটিকে সাহায্য করে।

He helps the poor man.

ছেলেটি প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যায়।

The boy goes to school on this road every day.

ছেলেগুলো রৌদ্রে দৌড়াদৌড়ি করে না।

The boys do not run in the sun.

আমি তোমাকে কথা দিচ্ছি।

I promise to you.

নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ।

(১) স্থায়ী সত্য প্রকাশে: চার আর তিনে সাত হয়।

(২) ঐতিহাসিক বৰ্তমান: অতীতের কোনো ঐতিহাসিক ঘটনায় বদি নিত্যবৃত্ত বর্তমান কালের প্রয়োগ হয়, তাহলে তাকে ঐতিহাসিক বর্তমান কাল বলে। যেমন-

বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

(৩) কাব্যের ভণিতায়:

মহাভারতের কথা অমৃত সমান । কাশীরাম দাস ভনে শুনে পুণ্যবান ।

(৪) অনিশ্চয়তা প্রকাশে:

কে জানে দেশে আবার সুদিন আসবে কি না।

(৫) ‘যদি’, ‘যখন’, ‘যেন' প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যৎ কাল জ্ঞাপনের জন্য সাধারণ বর্তমান কালের ব্যবহার হয়। যেমন-

বৃষ্টি যদি আসে, আমি বাড়ি চলে যাব।

সকলেই যেন সভায় হাজির থাকে।

বিপদ যখন আসে, তখন এমনি করেই আসে।

সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ

(১) অনুমতি প্রার্থনায় (ভবিষ্যৎ কালের অর্থে) : এখন তবে আসি ।

(২) প্রাচীন লেখকের উদ্ধৃতি দিতে (অতীত কালের অর্থে): চণ্ডীদাস বলেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।'

(৩) বর্ণিত বিষয় প্রত্যক্ষীভূত করতে (অতীতের স্থলে): আমি দেখেছি, বাচ্চাটি রোজ রাতে কাঁদে। :

(8) ‘নেই', 'নাই' বা 'নি' শব্দযোগে অতীত কালের ক্রিয়ায় : তিনি গতকাল হাটে যাননি।