সিজদার আদব ও দু'আ

Rumman Ansari   2023-03-21   Developer   islam > Prostration manners and Dua   180 Share

৩. সিজদার আদব ও দু'আ

আমরা এক আল্লাহ তা'আলা ছাড়া অন্য কারো জন্য সিজদা করব না এবং তিনি ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করব না ।

সিজদার আদব ও দু'আ
Figure: সিজদার আদব ও দু'আ

سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ، وَشَقَّ سَبْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِه.

উচ্চারণ : সাজাদা ওয়াহিয়া লিল্লাযী খলাক্বাহ, ওয়া শাক্কা সাম্‌ আহ্ ওয়া বাসারাহূ বিহাওলিহী ওয়াক্যওয়াতিহী ।

অর্থ : আমার মুখমণ্ডল (সহ আমার সমগ্র দেহ) সিজদায় অবনত সেই মহান সত্তার জন্য যিনি তাকে সৃষ্টি করেছেন এবং তা (মুখমণ্ডল) হতে কর্ণ ও চক্ষু বের করেছেন স্বীয় ইচ্ছা ও শক্তিতে ।